সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মডারেটর ও কার্যকরী সদস্য আশরাফ চৌধুরী আশু ও নাঃগঞ্জ জেলার বন্ধুদের উদ্যোগে শীতার্ত এতিমদের মাঝে শীত বস্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জানুয়ারী বিকালে চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসার কক্ষে মিলাদ দোয়া করা হয়।
মাদ্রাসার ৬০ জন এতিম ছাএদের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন এসবিওয়ান টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক পন্ডিত হোসেন,আশরাফ চৌধুরী আশু,শাহানশাহ ভূইয়া ,ইব্রাহীম,কৃষনা,সামসুল,সাইফুল,সিদ্দিক,মুক্তি,ওবায়দুল,আতিক,খাইরুল,আনিছ, সাইফুদ্দিন,বাচ্চু ।