গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নারায়ণগঞ্জের মানুষকে পরিচয় করিয়ে দিতে এই প্রথম নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে পিঠা মেলা ও লোকসংস্কৃতি উৎসব।
আয়োজকরা জানান, আগামী শুক্রবার ১৯ শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চলবে এই উৎসব। তিন দিনের এই মেলায় গ্রাম বাংলার বাহারি রকমের পিঠার মেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানান পিঠার সাথে নতুন প্রজন্মের পরিচয় ও লোকসংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন। তাছাড়া শুরুর আগপর্যন্ত স্টল বরাদ্দ চলবে বলে জানান কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লার তত্ত্বাবধায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদুল হক।