নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও তার সুযোগ্য সন্তান অয়ন ওসমানের উপস্থিতিতে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক সফল করার লক্ষ্যে যুবলীগ নেতা কাজী সৈকতের বিশাল সোডাউন নিয়ে যোগদান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কায়েমপুর শহীদ তিতুমীর একাডেমি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনে সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের সভাপতিত্ব নির্বাচনি প্রচারণা ও উঠান বৈঠকটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালমা ওসমান লিপি বক্তব্য রাখেন।এ সময় তার সাথে ছিলেন শামীম ওসমানের সুযোগ্য সন্তান অয়ন ওসমান। তিনি ও সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন।
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালি মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা যুবলীগের সহ সভাপতি মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য রফিকুল ইসলাম, রোমানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানার পরিচালক নিজামুল ইসলাম বকুল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাদবর,
সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী সাগর, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার সবুজ, ফতুল্লা থানা যুবলীগ নেতা আব্দুল কাদির, ইসতিয়াক ইসলাম নাহিদ, মনির হোসেন, শাহাদাৎ,জাকির মেম্বার, শাহ জালাল,নজরুল, ওয়াহিদুর রহমান, ফতুল্লা ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কাজী আশফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।