দুই শতাধিক দুস্থ- অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি।
শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) বিকালে নারায়ণগঞ্জ শহরের পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যাদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র নেই, সেইসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
প্রজেক্ট চেয়ার মনির হোসেন মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মো. দোলন, সিপি মো.কামরুল হাসান, পি পি নুরুজ্জামান জিকু, পি পি ইব্রাহিম রাজু,আই পি পি কাজী শফিককুল ইসলাম বাবু, সহ-সভাপতি মঈন আশরাফ জাভেদ, প্রেসিডেন্ট ইলেক্ট মশিউর রহমান শাকিল,জয়েন্ট সেক্রেটারি জয় সাহা, সদস্য মোসাম্মৎ,মো.মিঠু ও মো.নূর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।