বুধবার, ০১ মে ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃষ্ণার্থদের মাঝে শরবত ও আইসক্রীম বিতরণ করলেন হাবিব মেম্বার প্রয়াত নাসিম ওসমানের মৃতু্যবার্ষিকিতে নির্মান শ্রমিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরন প্রয়াত নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকিতে বিভিন্ন কর্মসুচিতে – আজমেরী ও আলিফ ওসমান আওয়ামী লীগের পক্ষ থেকে ঠান্ডা শরবত বিতরণ আত্মমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানালো – দর্পন আজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী না’গঞ্জ শিল্পকলা একাডেমির আয়োজনে আন্তর্জাতিক ‘নৃত্য দিবস’ পালিত কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মরহুম কাজিম উদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত তৃষ্ণার্থদের মাঝে শরবত বিতরণ করলেন রাগিব হাসান

দেশকে বাঁচাতে হলে ভোট আপনাকে দিতেই হবে – সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ 🪪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭শে ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরীর নন্দীপাড়া রেল লাইন সংলগ্ন এলাকায় নাসিক ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সেলিম ওসমান বলেন, অনুষ্ঠানে ভোটারদের উদ্দেশ্য সেলিম ওসমান বলেন, আমাকেই ভোট দিতে হবে, আমি সেটা বলবো না। আপনাদের যার যার ভোট যাকে খুশি তাকে দিবেন। কিন্তু ৭ তারিখে আপনাদের ভোট দিতেই হবে, দেশকে বাঁচাতে ভোট আপনাকে দিতেই হবে।
সেলিম ওসমান বলেন, আমার ইউনিয়নগুলোর মধ্যে কোন সমস্যা নাই। পানির সমস্যা নেই, গ্যাসের সমস্যা নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোর বিষয়ে মেয়রের সাথে আমার কথা হয়েছে। আমরা কথা দিয়েছি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাসে একবার গিয়ে হলেও দেখবো কার কি সমস্যা। আমি না, আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে একটি শান্তির জায়গা হিসেবে গড়ে তুলবো। আমি একটা জিনিস বুঝি, মানুষকে ভালোবাসলে, মানুষ আমাকে ভালোবাসবে।

এর আগে তিনি বলেন, গতকালের প্রোগ্রামে আমি আওয়ামী লীগের লোকজনকে দাওয়াত দিয়েছিলাম। সেখানে বিএনপি নেতারা এসে বসছে। বিএনপির লোকজন আমাকে সমর্থন দিয়েছে এবং কথা দিয়েছে, ওনারা জ্ঞাতিগোষ্ঠি নিয়ে এবারে ভোট দিবেন, নারায়ণগঞ্জে কোন বাধার সৃষ্টি করবেন না।

সভাপতির বক্তব্যে সফিউদ্দিন প্রধান বলেন, সেলিম ওসমান কোন ব্যক্তি বা দলের নয়, তিনি সবার। বিগত দিনে তিনি এ ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করেছে। আমরা সব সময় তার পাশে ছিলাম, এখনও আছি। আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে তাকে বিপুল ভোটে ভোট নির্বাচিত করবো। এসময় তিনি ‘দল যার যার, সেলিম ওসমান সবার’ বলেও স্লোগান দেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালা, জেলা জাপার সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানী, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক আবুল বাশার বাসেদ, সদস্য সচিব মোঃ নূর ইসলাম, সহ-সভাপতি নাসির হোসেন, হাজ্বী সোহেল প্রধান, নাসির হোসেন, আল আমিন, সজল, কাউসার মোল্লা, ওবায়দুল, বাপ্পি, পবন প্রধান সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102