শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যা নদীর কান্না নামক প্রতিবাদ সভা ব্যাচ ৯৭, না’গঞ্জের আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত বৃক্ষরোপনের মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এ্যাড,সাখাওয়াত ও এ্যাড,টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন  নারায়নগন্জে পূজামণ্ডপ পরিদর্শন করলো জিসাসের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ নারায়নগন্জে রামকৃষ্ণ মিশনে কাল অনুষ্ঠিত হবে কুমারী পূজা সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় সর্বজনীন উৎসব : সাবেক কাউন্সিলর সাদরিল

মহান বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ 🪪
 ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পুরাতন সৈয়দপুর বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান শীতলক্ষ্যা সেতু-৩ চত্বরে গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর থানা শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদের সভাপতি মোঃ নূর হোসেন সওদাগর’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা আওয়ামী লীগ কেন্দ্রীয় দিক নির্দেশনা তুলে ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও গত ২ বার মহাজোটের নির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমানকে পুনরায় বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি উৎসাহ সৃষ্টির তাগিদ দেন তিনি।
খোকন সাহা আরও বলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু কেউ মনোনয়নপত্র জমা দেন নি। কেন্দ্র হতে বলা হয়েছিল দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চাইলে করতে পারবেন। কিন্তু তাকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কোন স্বতন্ত্র প্রার্থী নেই। কেন্দ্র হতে আমাকে নির্দেশ দেয়া হয়েছিল, এ-ই আসনে যোগ্য, ভালো মানুষ, জনসমর্থন আছে এমন প্রার্থীর পক্ষে কাজ করতে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের অন্যান্য আসনগুলোতে দলীয় প্রার্থী দিলেও ৫ আসনে দলীয় কোন প্রার্থী দেন নি? কারণটা আমাদের বুঝতে হবে। এখানে ওসমান পরিবারের সুযোগ্য সন্তান দানবীর সেলিম ওসমান’র বিকল্প আর কেউ নাই। তাই সেলিম ওসমানকে আমাদের বিজয়ী করতেই হবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ. এম. ফারুক সাহেদ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দিন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. বি. এম. আজহারুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, আব্দুল হামিদ, আকবর সওদাগর, পারভেজ সওদাগর সহ অন্যান্য নেতা-কর্মীর।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102