মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য সন্তান ও যুব সমাজের নয়নের মনি আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই ডিসেম্বর) বিকেল ৪ টায় মহান বিজয় দিবস উপলক্ষে আজমেরী ওসমানের নেতৃত্বে এ বিশাল বিজয় র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর আল্লামা ইকবাল রোড থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বর ঘুরে মন্ডলপাড়া, নিতাইগঞ্জ হয়ে পূণরায় চাষাড়া গোল চত্বর বিজয় স্তম্ভে এসে শেষ হয়।
এসময় তিনি চাষাড়া বিজয় স্তম্ভে শহীদদের প্রতি পু্ষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। যার জন্য ৩০ লক্ষ শহীদের রক্ত আর তিন লক্ষ মা বোনের সভ্রম দিতে হয়েছে। আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি সেই মহান মানুষ যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতোনা। স্মরণ করছি সেই সকল মুক্তিযোদ্ধাদের যাদের জীবনের বিনিময়ে আমরা একটি মাতৃভূমি পেয়েছি। তাই দেশ মাতৃকার সেবায় আমি নিজেকে বিলিয়ে দিতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও নাসিক ১০নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।