নগরের পলি ক্লিনিক এর উওরে সি পি ফাইভ স্টার নামে ফাস্টফুডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু সড়কের সুরেজ প্লাজায় এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়। শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি অফার ছিল। একটি কিনলে আরেকটি ফ্রি।
সি পি ফাইভ স্টার প্রোপাইটার সাকিল হোসেন এ প্রতিবেদককে জানান, এই রেস্টুরেন্টে চিকেন ফ্রাই, চিকেন বল, নাগেট, বার্গার,রাইসসহ অন্যান্য ফাস্টফুড খাবার নির্ভেজাল হালাল এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
বর্তমানে সারাদেশে সি পি ফাইভ স্টার এর তিনশত আউট লেট শোরুম রয়েছে।
এসময় উপস্হিত ছিলেন সি পি ফাইভ স্টার এর মার্কেটিং জেনারেল ম্যানেজার মেহেদী হাসান, সি পি ফাইভ স্টার প্রোপাইটর সাকিল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।