নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সামনে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনে শিকার দাবি করা বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনদের নিয়ে জেলা ও মহানগর বিএনপির মানববন্ধনে বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি।
রোববার (১০ ডিসেম্বর) আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বিএনপি। মানববন্ধনকে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়।
এদিকে মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের মানবাধিকার লঙ্ঘনে শিকার দাবি করে উপস্থিত হলেও বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন তাদের নিয়ে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন শুরু করেন।
এসময় বক্তব্য চলাকালে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া এতে বাধা দেয়। এ সময় মানববন্ধন পন্ড করে বিএনপি আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং তাকে আদালত থেকে বের করে দেন।
এসময় জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলকে বলতে শোনা যায়, আইনজীবী ছাড়া বাইরের লোকজন নিয়ে এখানে কর্মসূচী করবা এটা কেমন কথা? আইনজীবীদের নিয়ে কর।
পরে তিনি সাংবাদিকদের জানান, এখানে লাঞ্ছিত করার মত কোন ঘটনা ঘটেনি। এখানে কি উনি আইনজীবী হিসেবে এসেছেন? আদালতে কেউ বাইরের লোক নিয়ে কোন আইনজীবী এখন পর্যন্ত কর্মসূচী করেননি। উনি কিভাবে বাইরের থেকে মহিলাদের এনেছেন এখানে। বারের অনেক মহিলা আইনজীবীরা আছে, তাদের নিয়ে উনি কর্মসূচী করতে পারতেন। সে যেই হোক কোন বাইরের লোকদের এনে কাউকে শো-এফ করতে দেয়া হবেনা। এখানে বিএনপি জামায়াত কিছু করার চেষ্টা করেছে আমরা আমাদের বার ও আইনজীবীদের নিরাপত্তায় যা করা দরকার করেছি এবং করবো। আইনজীবীরা আমাদের সেই দায়িত্ব দিয়েছেন। তিনি হটাৎ করে বাইরে থেকে মহিলা এনে কেন কর্মসূচী করতে চেয়েছেন হয়তো হাইলাইট হতে বা নিজে মিডিয়ায় নেতা হতে এমনটা করেছেন।
এ ব্যাপারে জানতে অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটু ঝামেলা আছি ভাই, এখন কথা বলতে পারবোনা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাশিদা জামাল জানান, আমরা আমাদের কারাবন্দি, নির্যাতিত, গুলিবিদ্ধ, নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে, জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করতে চেয়েছিলাম। যেহেতু আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস তাই আমাদের উপর মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরতেই এ কর্মসূচী ছিল। আমাদের কর্মসূচীতে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা বাধা দিয়ে সেটি পন্ড করে দিয়েছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে সকাল থেকে পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্নয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণে।