শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে গণসংযোগ যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন: দিপু নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে মাসুদের আশ্বাস, প্রশংসায় এলাকাবাসী এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের এড. সাখাওয়াত এর শুভেচ্ছা সবুজের পথে নারায়ণগঞ্জ: এক লক্ষ বৃক্ষরোপণের মাইলফলক অর্জন কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অব জুলাই নারায়ণগঞ্জ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় সভা জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে – মমিনুল হক সরকার

জয়িতা সম্মাননা পেলেন না.গঞ্জের- ৫ নারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮০ 🪪

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারায়ণগঞ্জের পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ই ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়নগন্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায়, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রাহিমা আক্তার লিজা। একইসাথে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান তিনি। তিনি দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহন করেন, নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মনি ও কোষাধ্যক্ষ ডালিয়া আক্তার।

এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে সানজিদা রহমান মুনমুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে আজমিয়ারা পারভীন, সফল জননী নারী ক্যাটাগরীতে সালমা সুলতানা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরীতে রুবিনা বেগম জয়িতা নির্বাচিত হন ও সম্মাননা পান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম,বার), জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটি
ডিরেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অঃ দাঃ) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসার ড. শিরিন বেগম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102