শুক্রবার (১ ডিসেম্বর) বাদ এশা হাঠখোলা স্কুল মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশীপুর ইউনিয়ন যুবলীগ ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের প্রধান উপদেষ্টা জাফর উল্লাহ, কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার তাসলিমা আক্তার, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইকবাল, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, সাবেক সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন ভাষানী।
খেলা পরিচালনায় ছিলেন- শিহাব, মিরাজুল, রাসেল, নাহিদ, রায়হান, রাব্বি, রাকিব, হৃদয়, সিমরান, ফুয়াদ, সাকিব, ইসতিয়াক, তামিম, মারুফ, জয়, আল-আমিন, রিফাত ও তৌসিন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ব্লু বার্ডস একাদশ ৬ উইকেটে ব্রেভ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
৮ ওভারের সীমিত ও-ই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ২০টি দল অংশ নেয়। টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ম্যাচসেরা খেতাব অর্জন করে।