আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে আবারো আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শুক্রবার ( ১ ডিসেম্বর ) দুপুর ৩-৩০ মিনিট নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চরবয়রাগাদি গ্রামের লালমিয়ার চৌরাস্তা থেকে ব্রীজ পার হয়ে আনন্দ বাজার প্রদক্ষিণ করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মো.আমজাদ হোসেনের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.আজগর আলী, কার্যকরী সদস্য সিদ্দিকুর রহমান, আহমদ,ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা,মো.মোজাম্মেল বেপারি,সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী মান্নান সিদদ্দকী,আওয়ামী লীগনেতা নুর ইসলাম মোল্লা,ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জামাল হোসেন ,৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হাসনা বানু হাসু,নারায়ণগঞ্জ জেলার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মো.সোহেল আহমেদ মাইজভান্ডারি, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, আওয়ামী লীগ নেতা মো.লিটন মোল্লা,ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি আহম্মদউল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো.মাঈনউদ্দিন,সাংগঠনিক সম্পাদক আফসরউদ্দীন গাজী,দপ্তর সম্পাদক সুজন মোল্লা,সদস্য সাইদুর রহমান সেন্টু মাদবর,ছাত্রলীগ নেতা অহিদুল ইসলাম টিটু সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান নির্দেশে নারায়ণগঞ্জ- ৪ সংসদীয় আসনে একই সময়ে একযোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।