শহরের গলাচিপা ৩৫ নং বালক সরকারী প্রাইমারী বিদ্যালয়ে ৫ ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুরে বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাসিক ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী।বিশেষ অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ণগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক শফিকুল ইসলাম,পিটিএ সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহমেদসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া জাতি মেরুদন্ডহীন।আজকের দিনটি অবিস্মরণীয়। অতীতে আমরা এদিনটি পেয়েছি কিন্তু আজকের মত আনুষ্ঠানিকতা ছিল না।মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে সুশিক্ষিত করার জন্য শিক্ষাক্ষেএে জাতীয় বাজেটে বড় ধরনের বরাদ্দ রেখেছেন।এজন্য তাকে ধন্যবাদ। সুশিক্ষার জন্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আজকে এ বিদায় অনুষ্ঠানে তোমাদের জন্য দোয়া রইল।
এসময় উপস্হিত ছিলেন ছাএছাএী অভিভাবক ও শিক্ষক মন্ডলী।