নারায়াণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি গ্রামে খিদমাতুল উম্মাহ্ দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ নভেম্বর ) বাদ মাগরিব থেকে রাতব্যাপী খিদমাতুল উম্মাহ যুব পরিষদের পরিচালিত খিদমাতুল উম্মাহ দরুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খিদমাতুল উম্মাহ দারুল কুরআান মাদ্রাসার উপদেষ্টা মুফতি আব্দুর রহীম কাসেমীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর সাহেব আল্লামা নুরুল হুদা ফয়েজী। প্রধান আলোচক ছিলেন মালিবাগ মাদ্রাসার মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস পীর সাহেব আল্লামা মুফতি হাফিজুদ্দিন দা.বা.।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ফকির, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, অনলাইন পোর্টাল ডেইলি নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক মনির হোসেন, আলোর দিশারি যুব উন্নয়ন সংসদের সভাপতি সোহরাব ভূইয়া, সহ-সভাপতি আবু তাহের জাহাঙ্গীর,মো.লোকমান,এডভোকেট দিদারুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজন মোল্লা,আওয়ামী লীগ নেতা শেখ মো.খোকা মাদবরসহ প্রমুখ।