বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ককের টার্নিং পয়েন্ট কাঁচপুরের আওয়ামী লীগ আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
একপর্যায়ে মঞ্চে মাইকের সামনে আসেন মোশাররফ চেয়ারম্যান। মাইক হাতে নিয়ে ধরেন গান।
গানের কথা ছিলো, ‘মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো’। এরপর বাউলা কে বানাইলো রে? হাসন রাজারে বাউলা কে বানাইলো রে? জনপ্রিয় এ গানটি পরিবেশন করেন তিনি। গানে গানে সুর মেলান তার নেতাকর্মীরা।
এর আগে নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠানস্থলে যোগ দেন নেতাকর্মীরা। কানাই কানাই ভরে উঠে অনুষ্ঠানস্থল।