বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আজমেরী ওসমান কে ফুলছিটিয়ে ভালো বাসায় শিক্ত করলো সাধারন মানুষ প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকি  বক্তাবলী শহীদ দিবস স্মরণে এবি ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষে বিনম্র শ্রদ্ধা বক্তাবলী শহীদ দিবসে ধলেশ্বরী তীরের সভাপতি জিকুর শ্রদ্ধা শহরের গলাচিপা বালক সরকারী প্রাইমারী বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত খলনায়ক হিসেবে পারফেক্ট তারেক – শামীম ওসমান এমপি শামীম ওসমান দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ মিছিল দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : নতুনধারা অবরোধের ২য় দিনে রাজপথে শক্ত অবস্থানে ছিলেন- আজমেরী ওসমান সাংবাদিক কন্যা মৃদুলাকে শুভেচ্ছা ও শুভকামনা

আমি যে ভালোবাসা পেয়েছি তা কতজন অর্জন করতে পেরেছে সেটা আমি জানি না- সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৬৫ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ, কে, এম, সেলিম ওসমান বলেছেন, আমি যে ভালোবাসা পেয়েছি তা কতজন অর্জন করতে পেরেছে সেটা আমি জানি না। আমি যখন কাজ শুরু করেছি, তখন আমি বলেছি আমি জনগনের গোলাম হিসেবে কাজ করবো। সাড়ে ৯ বছর ধরে আমি গোলাম হিসেবেই কাজ করেছি। কোথায় বাসা, কোথায় ঘর আমি সেটা দেখি নাই। যেখানে ডেকেছে সেখানেই গিয়েছি। ডাকতে শুধু সময় লেগেছে, আমার আসতে সময় লাগেনি। গোগনগরে অনেক কাজ করার সুযোগ ছিলো, কিন্তু আমি সেই কাজ করতে পারি নাই। আমি লজ্জা রেখে কথা বলতে চাই না, গোগনগনের মানুষের প্রতি আমার অনুরোধ রইলো, আপনারা দলাদলি কইরেন না। আমি যতবারই আসছি, ততবারই দেখি আপনাদের মধ্যে দলাদলি আছে। এ দলাদলি থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্ম কিন্তু ভালো করতে পারবে না। দলাদলি, ঝগড়া-ঝাটির কারণে আমাদের ছেলে-মেয়েরা শান্তিতে বসবাস করতে পারবে না এখানে।
গোগনগর ইউনিয়নের নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে রবিবার (১২ই নভেম্বর) বিকেল ৪ টায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংসদ সেলিম ওসমান আরও বলেন, আমি নির্বাচিত হলাম কি হলাম না, নির্বাচন করলাম কি করলাম না এটা বড় কথা নয়। আমি একটা কথাই বলবো, আজকে আমার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা, কাউন্সিলররা, মেম্বাররা আমাকে যথেষ্ট সহযোগীতা করেছে। এজন্য আমি জনগনের কল্যাণে কাজ করতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ হয়ে আপনি যদি আরেকজন মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি কেমন মানুষ। এটা সংসার করার ভালোবাসা নয়, মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা।

তিনি বলেন, আমি আগেও আপনাদের বলেছি, আপনাদের এলাকার মধ্যে কেউ যেন দ্বিধা দ্বন্দ্বে না থাকে। আসেন, আমরা যদি সবাই এক থাকতে পারি, একত্রিত হয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি ভবিষ্যত প্রজন্ম সুখে থাকতে পারবে।

তিনি আরও বলেন, অনেকে আমাকে চিঠি পাঠিয়েছে, ফোন করেছে এই স্কুলের অডিটরিয়ামে ছুটির দিনে যাতে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেই। এটা আমার বিষয় না, স্কুলটা হলো সরকারের, আর সরকার হলো জনগনের। তাই জনগনের যদি প্রয়োজন হয়, তাহলে স্কুল কমিটি সামান্য কিছু অর্থের বিনিময়ে এখানে বিয়ের অনুষ্ঠানের অনুমতির জন্য ডিসি সাহেবের সাথে আলোচনা করে ব্যাবস্হা নেয়া যাবে।
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আসেন আমরা সবাই দোয়া করি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে, আমরা যেন ভালো থাকতে পারি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কলাগাছীয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সমাজ সেবক আলমাস আলী, আলী আকবর, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন মন্ডল, নাজির ফকির, মজিবুর রহমান, কালা চান, রুস্তম আলী সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102