শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবরোধের প্রতিবাদে বৃষ্টি কে উপেক্ষা করে শান্তি মিছিল করেছেন – আজমেরী ওসমান খালেদ হায়দার খাঁন কাজলের আশু রোগমুক্তি কামনায় দোয়া রাজপথে শক্ত অবস্হানে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক – আজমেরী ওসমান আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন মাইজভান্ডার শরীফের খলিফা তাহের আলী প্রধানের ওফাৎ দিবস পালিত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় রাজপথে- আজমেরী ওসমান স্মার্ট বাংলাদেশ গড়বো শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনবো- আজমেরী ওসমান শাহ্ জামান সরকার এর মৃত্যুতে বন্ধু মহলের শোক কাশীপুরে ওয়ারিশ সরদার বাড়ি যুব সমাজের গোল্ড কাপ নাইট ক্রিকেটের পুরস্কার বিতরণ শ্রমিক লীগ নেতা মহিউদ্দিন মোল্লা নেতৃত্বে ৩ নং ওয়ার্ডে শান্তি মিছিল

গ্যারান্টি দিয়ে বলতে পারি,নির্বাচনে না এসে বিএনপির গতি নেই: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫৬ 🪪

নির্বাচনে না এসে বিএনপির গতি নেই উল্লেখ করে একেএম শামীম ওসমান বলেছেন,গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরেও না। সবাই নির্বাচনে আসবে। যদি কেউ না আসে, সেটা তার সিদ্ধান্ত৷ তবে আমি শুধু একটা দোয়া করি, আল্লাহ যেন দেশের উপর রহমত রাখেন, বরকত রাখেন, হেফাজত রাখেন৷ আমরা যাতে সবাই ভালো থাকি, সুখে থাকি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি।

আজ শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন শামীম ওসমান৷ এরপর কুতুবপুর ও লাকিবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, মানুষকে খুশি করতেই আমরা রাজনীতি করি৷ এই এলাকাটা একসময় আলোর নিচে অন্ধকার ছিল৷ এখন এখানে স্কুল হয়েছে, রাস্তা হয়েছে। আল্লাহ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি নির্বাচনে দাঁড়াই ও বেঁচে থাকি, তাহলে ছোটখাটো কাজের জন্য আমাকে বলা লাগবে না। কয়েকটি বছর বেঁচে থাকতে পারলে নারায়ণগঞ্জের মানুষের আর ঢাকায় যাওয়া লাগবে না৷ মানুষ গর্ব করে বলবে, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা৷ ঢাকা- নারায়ণগঞ্জ সংযোগ সড়ক; যেটি একেএম শামসুজ্জোহা সড়ক নামে পরিচিত,সেটি দেখতে হাজার হাজার মানুষ আসবে।

নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে তিনি বলেন, সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করবো৷ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হবে৷’

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ৷

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102