বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা : সুমন মাহমুদ মহান স্বাধীনতা দিবসে আইসিএবি নেতার অভিনব শুভেচ্ছা বিএনপি নেতা মাসুমের উদ্যোগে ২শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বন্দরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  না’গঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের জিটিসি শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দরে ৩লাখ টাকা চাঁদার দাবিতে হোসিয়ারী ব্যবসায়ী নূর মোহাম্মদকে  পেটালো কিশোর গ্যাং ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ সদস্যদের মাঝে মহিলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ   ঐতিহ্যবাহী সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজের সভাপতি (Adhoc) হলেন তুহিন মাহমুদ নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথ শিশুদের নিয়ে ইফতার ফতুল্লায় শামীম ওসমানের দোসরকে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

বক্তাবলী’র বাবু হত্যার প্রধান আসামি হালিমসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৭৪ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী’র কানাইনগরে হৃদয় হোসেন বাবু’র হত্যা মামলার ১ নম্বর আসামি আব্দুর রহমানসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ( ৭ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিভিন্ন সূত্র জানা যায়, হৃদয় হোসেন বাবুর হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মূল আসমাীসহ অন্য আসামিরা।

গ্রেফতারকৃতরা হলেন, একই পরিবারের ( ১) মো. হালিম, ( ২ ) হালিমের ভাতিজা আব্দুল মোন্নাফের ছেলে রাকায়েত, ( ৩ ) গনি মাদবের ছেলে আব্দুল মোন্নাফ,,( ৪) ভাই আব্দুল মোতালেব,( ৫) আব্দুল মোতালেবের ছেলে রাকিব ও (৬) আরিফ। জানা যায় জামিন শেষে এদিন তারা আদালতে আত্মসমর্পণ করেন।

মামলার বিবরণ জানা যায় গত ৪ আগস্ট কানাইনগর বেকারীর মোড়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে হালিম বাহিনী বাবুর লোকজনের ওপর  অতর্কিত হামলা করে ৫ /৬ জনকে পিটিয়ে আহত করে। পরে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নৃশংস এই হত্যার ঘটনায় হৃদয় হোসেন বাবুর বড় বোন মৌসমী আক্তার ফতুল্লা মডেলে থানায় ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

 

মামলার আসামিরা হলেন, ১। আব্দুর রহমান হালিম (৪৫), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ২। আরিফ (৩৪), পিতা- মোতাহার, ৩। আশাদুল্লাহ (৪০), পিতা- মৃত: হাজী আব্দুল কাদির, ৪। রাকিব (৩০), পিতা- মোতাহার, ৫। আলাল (৪০), পিতা- আব্দুল, ৬ । আঃ মোন্নাফ (৫০), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ৭। দেলোয়ার (৩৯), পিতা- আব্দুল, ৮। আলী হোসেন (৩৫), পিতা- শহিদ, ৯। নাজমুল (৩৮), পিতা- আইয়ুব আলী, ১০। আলামিন (৩৮), পিতা- ফকির চাঁন, ১১। রাকায়েত (৩০), পিতা- আঃ মোন্নাফ, ১২। আশিক (৩৩), পিতা- আশাদুল্লাহ, ১৩। মোতালেব (৫৫), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ১৪। সাইফ উল্লাহ (৩৫), পিতা- ফকির চাঁন, ১৫। ফয়সাল (২৫), পিতা- আঃ মালেক, সর্বসাং- কানাইনগর, বক্তাবলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ১৬। আজিজুল (৩৮), পিতা- আব্দুল মজিদ, সাং- চর রাজাপুর, বক্তাবলী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102