নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী’র কানাইনগরে হৃদয় হোসেন বাবু’র হত্যা মামলার ১ নম্বর আসামি আব্দুর রহমানসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ( ৭ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিভিন্ন সূত্র জানা যায়, হৃদয় হোসেন বাবুর হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মূল আসমাীসহ অন্য আসামিরা।
গ্রেফতারকৃতরা হলেন, একই পরিবারের ( ১) মো. হালিম, ( ২ ) হালিমের ভাতিজা আব্দুল মোন্নাফের ছেলে রাকায়েত, ( ৩ ) গনি মাদবের ছেলে আব্দুল মোন্নাফ,,( ৪) ভাই আব্দুল মোতালেব,( ৫) আব্দুল মোতালেবের ছেলে রাকিব ও (৬) আরিফ। জানা যায় জামিন শেষে এদিন তারা আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার বিবরণ জানা যায় গত ৪ আগস্ট কানাইনগর বেকারীর মোড়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে হালিম বাহিনী বাবুর লোকজনের ওপর অতর্কিত হামলা করে ৫ /৬ জনকে পিটিয়ে আহত করে। পরে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নৃশংস এই হত্যার ঘটনায় হৃদয় হোসেন বাবুর বড় বোন মৌসমী আক্তার ফতুল্লা মডেলে থানায় ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, ১। আব্দুর রহমান হালিম (৪৫), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ২। আরিফ (৩৪), পিতা- মোতাহার, ৩। আশাদুল্লাহ (৪০), পিতা- মৃত: হাজী আব্দুল কাদির, ৪। রাকিব (৩০), পিতা- মোতাহার, ৫। আলাল (৪০), পিতা- আব্দুল, ৬ । আঃ মোন্নাফ (৫০), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ৭। দেলোয়ার (৩৯), পিতা- আব্দুল, ৮। আলী হোসেন (৩৫), পিতা- শহিদ, ৯। নাজমুল (৩৮), পিতা- আইয়ুব আলী, ১০। আলামিন (৩৮), পিতা- ফকির চাঁন, ১১। রাকায়েত (৩০), পিতা- আঃ মোন্নাফ, ১২। আশিক (৩৩), পিতা- আশাদুল্লাহ, ১৩। মোতালেব (৫৫), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ১৪। সাইফ উল্লাহ (৩৫), পিতা- ফকির চাঁন, ১৫। ফয়সাল (২৫), পিতা- আঃ মালেক, সর্বসাং- কানাইনগর, বক্তাবলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ১৬। আজিজুল (৩৮), পিতা- আব্দুল মজিদ, সাং- চর রাজাপুর, বক্তাবলী।