শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হোসিয়ারী মালিকরা সম্মানিত  হয়েছেন – ইবনে আল কাওছার ফতুল্লায় ‘স্বপ্ন সম্ভাবনার না’গঞ্জ বির্নিমানে আমাদের করনীয় শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ১৮ নং ওয়ার্ডে জনসচেতনতা র‍্যালি ও মরহুম কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো’র ১০ তম মৃত্যু বার্ষিকিতে মহানগর বিএনপির দোয়া  প্রয়াত প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্মরণে নাগরিক স্মরণ সভা আজকে আমরা নির্বাচনে অংশ নেয়ায় হোসিয়ারী মালিকদের সম্মান বৃদ্ধি পেয়েছে – দিদার খন্দকার  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা বাসে ডাকাতির ঘটনায় দশদিন পর তিন ডাকাতকে গ্রেপ্তার টক অব দ্য টাউন, না’গঞ্জের বিভিন্নস্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার

নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসীকে আরো জনবান্ধব করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ 🪪

নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসীকে আরো জনবান্ধব,জনকল্যানমুখী ও গতিশীল করার লক্ষ্যে নারায়নগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সানজিদা সারওয়ার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর পাশা,নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, পাবলিক প্রসিকিউটর এড. মোহাম্মদ মনিরুজ্জামান বুলবুল, নারায়ণগঞ্জ জেলার কোর্ট পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ও ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি নারায়ণগঞ্জ এর অধিনায়ক লেঃ কর্ণেল খালিদ ইফতেখার,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, সরকারী কৌসুলী মেরিনা বেগম,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও পিবিআই এর পুলিশ সুপারগনসহ নারায়ণগঞ্জের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ। এছাড়া নারায়নগঞ্জের জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন বলেন,বিচারপ্রার্থী মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য পুলিশ-ম্যাজিষ্ট্রেটকে এক সাথে কাজ করতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারকৃত আসামীর টিআইপি শেষ করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
সভায় সভাপতি নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান তার বক্তব্যে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগনকে আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সাথে ক্রটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতারী পরোয়ানা তামিল ও সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণসহ সাক্ষীদের নিরাপত্তা ও গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে যথাসময়ে আদালতে উপস্থাপনের উপর জোর দেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সততা ও স্বচ্ছতার সাথে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জোর দেন।

উক্ত সভায় ফৌজদারী মামলা নিষ্পত্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত, তা থেকে উত্তরণের উপায়, ফৌজদারী মামলায় সাক্ষ্য উপস্থাপন ও সংশ্লিষ্টদের করনীয় এবং ফৌজদারী মামলার তদন্তে তদন্তকারী সংস্থা সমূহের ক্রটি বিচ্যুতি এবং সংশোধনের উপার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বিচার বিভাগের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট অংশিদারগণ ফৌজদারী মামলার বিভিন্ন পর্যায়ে উদ্ভুত বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন,নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের নাজির মোঃ শাকিলুর রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102