নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লাকে প্রত্যাহার করা হয়েছে৷ নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন৷
বৃহস্পতিবার (২রা নভেম্বর) বিকালে দায়িত্ব বুঝে নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। এসময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
শাহাদাত হোসেন এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ সর্বশেষ রাজবাড়ী সদর ও পাংশা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন৷