আগামী ১৩ ই অক্টোবর কাচপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষে বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই অক্টোবর) বিকালে ৫টায় ধামগড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরবিষদের চেয়াম্যান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ এর সভায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়াণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল। সভা পরিচালনা করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন প্রধান।
এসময় আরও উপস্হিত ছিলেন, নারায়াণগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক আজিজ,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফয়সাল কবির, সহ-সভাপতি তাওলাদ হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল আলিম,ধর্ম বিষয়ক সম্পাদক দানেশ আলী, মো.কাদির,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ,সভাপতি পদপ্রার্থী আহমেদ তুষার মাইনউদ্দিন,ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জত হোসেন,সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান শুভ সহ প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন কাঁচপুরের জনসভা সফল করার লক্ষে আমাদের সকল কে ঐক্যবদ্ধ ভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করতে হবে। সকল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই এর জনসভা সফল করার জন্য আহবান জানান।