শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সবুজের পথে নারায়ণগঞ্জ: এক লক্ষ বৃক্ষরোপণের মাইলফলক অর্জন কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অব জুলাই নারায়ণগঞ্জ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় সভা জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে – মমিনুল হক সরকার শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা: প্রধান আসামি রাসেল ফকির হবিগঞ্জ থেকে গ্রেপ্তার না’গঞ্জ আইনজীবী সমিতির নতুন চেম্বার কমপ্লেক্সের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল পাঁচ বছর পর এই গাছগুলোর সুফল উপভোগ করবে শহরবাসী : ডিসি

জামালপুরের সংসদ সদস্য ও দলের তিন নেতার করোনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৭৯৯ 🪪

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই দিন জেলায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তারা কোভিড-১৯ পজিটিভ। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মাহফুজুর রহমান জানান, নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

তিনি আরও জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে তিন জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

প্রসঙ্গত, এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩০৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন এবং সুস্থ হয়েছেন ১২৯ জন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102