বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৬৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন আহমেদ (১৫) আটক করেছে থানা পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার শাহীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন ওই এলাকায় বশির মিয়ার ছেলে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় ফুল তুলতে গেলে একই এলাকার মামুন নামে এক কিশোর তাকে ফুসলিয়ে পাশের নির্জন চা বাগানে নিয়ে যায়। মামুন সেখানে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার শিশুটির কথায় স্থানীয় লোকজন মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালতে মামুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। ধর্ষণের শিকার শিশুটিকে মেডিক্যাল পরীক্ষা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102