মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মীকে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ পুলিশ আরসা প্রধান ও ৫ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ কেজি গাঁজা উদ্ধার ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র যাবজ্জীবন কারাদণ্ড চাষাড়া মোড়ে যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ও জরিমানা পারভেজ হত্যার প্রতিবাদে না’গঞ্জ সদর থানা ছাত্রদলের মানববন্ধন হেফাজত নেতাদের ডিসির সঙ্গে আলোচনা, মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনকে সহায়তার আশ্বাস

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে জাকির খান সমর্থিত মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ 🪪

জাতীয়তাবাদী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে জাকির খান সমর্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দেওভোগ আখড়ার মোড় থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধীক নেতাকর্মী অংশগ্রহন করে। র‌্যালিতে রং বেরঙের ব্যানার ফেস্টুন শোভাপায়। র‌্যালিতে থাকা নেতাকর্মীরা একদফা দাবিসহ খালেদা জিয়া ও জাকির খানের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এসময় তাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়ার মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ করা হয়।

সমাবেশে বক্তারা বিনম্র শ্রদ্ধায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার জন্ম না হলে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না। সেই মহান মানুষটি শুধু গণতন্ত্রই নয়, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা ঘোষণা দিয়ে এদেশকে পাকিস্তানীদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। আজকের এ দিনে আমরা তাকে বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বক্তারা বলেন, আমরা এমন একটি দলের সাথে জড়িত যার প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম, যার প্রতিষ্ঠাতা একজন সাবেক সফল রাষ্ট্রপতি আর একজন গণতন্ত্রের জনক। সত্যিই এমন একটি দল করতে পের আমরা গর্বিত ও ধন্য। তবে বড় দু:খের বিষয় এ দলে আজ আওয়ামী লীগের কিছু এজেন্ট প্রবেশ করে দলে বিশৃঙ্খলা থেকে শুরু করে দলকে সাংগঠনিকভাবে দূর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের উদ্দেশ্যে বলবো, এখনই সময় আছে সাবধান হয়ে যান। এখন আর দলের কর্মীরা বোকা নয় যে, তাদের আপনারা ভুল পথে পরিচালনা করবেন। এই কর্মীরা যদি একবার ক্ষেপে যায়, তাহলে কিন্তু আপনারা পালানোর পথ খুজে পাবেন না।
সর্বশেষ বক্তারা বলেন, আজ আমাদের যতটা আনন্দের দিন, ঠিক ততটাই দু:খের দিন। গত বছর আজকের এদিনে আমাদের শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশ নির্বিচারে গুলিবর্ষক করে আমাদের শাওনকে হত্যা করে। যার বিচার আমরা এখনও পাইনি। তাই আজকের এ দিনে আমরা শাওনের নামে শপথ নিতে চাই, ‘যতদিন না এই সৈরাচারি সরকারকে না হটাতে পারবো, ততদিন আমরা কেউ ঘরে ফিরে যাবো না। শাওনের হত্যার বিচার আমরা করবোই, তার রক্ত বিফলে যেতে দেবো না।’

র‌্যালিতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা সলিমুল্লাহ্ সেলিম, মো: বাপ্পী, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম রতন, মো: ফরিদ, মো: হীরা, মো: রনি, লিংকন খান, পারভেজ মল্লিক, জাকির খান মুক্তি পরিষদ নেতা শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, সনেট আহমেদ, অ্যাডভোকেট রাজীব মন্ডল, শাহীন আহমেদ, মীর মো: রাজীব, হাজী মো: সোহেল, এইচএম হোসেন, মো: ফজলু, মো: সাইফুল, মুন্সী মো: শাহজালাল, মো: সলিমুল্লাহ্ হৃদয়, ফয়সাল বেপারী, সোহাগ রাজ, মতিউর রহমান, মো: শাকিল, মো: ইদ্রিস, আদনান, হাসান, রুবেল, তারেক শুভ, আল আমিন হৃদয়, কাঞ্চন আহমেদ, জাহিদ প্রধান, শুক্কুর বেপারী, সাইফুল, জুটেন, জাকির বেপারী, আহাম্মদ, হেলাল উদ্দিন, কবির প্রধান, মো: সানী, মো: রিপন, ইমরান পাঠান, মোবারক রবিন, রেদওয়ান, হিমেল, আবুল হাসান খোকন, আব্দুল মাজেদ, মো: রুবেল, ইমরান খান, মো: কাউসার, এজা চিশতী, মো: আজিম সরকার, সুমন, শাহীন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102