সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি তাঁর বক্তব্যে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি আদায়ে সরকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন, “কতিপয় বিরোধী গোষ্ঠী জামায়াতে ইসলামী সম্পর্কে অসত্য তথ্য ছড়ায় । নতুন করে তারা বলছে জামায়াত ক্ষমতায় এলে মহিলাদের বন্দি করে রাখবে। অথচ ইসলাম মেয়েদের সর্বোচ্চ মর্জাদা দিয়েছে। সুতরাং শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা আল্লাহর বন্ধু।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর এবং নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামাজিক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ কোনো জুলুমবাজদের বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ হবে শ্রমিকদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে চাঁদাবাজি করতে হয়না। আমরা কাজ করে নিজেদের টাকা আয় করি।” ইনশাআল্লাহ ইসলামী সমাজ চালু হলে মালিক শ্রমিকের মাঝে বৈষম্য থাকবেনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন। তিনি তার বক্তৃতায় বর্তমান সরকারের বেশ কিছু শ্রমিক বান্ধব কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন যদি বর্তমান সরকারের গৃহীত সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন হয় তাহলে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশ অনেকদূর এগিয়ে যাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,
নারায়ণগঞ্জ মহানগরী ওলামা বিভাগ সেক্রেটারি সাইফুদ্দিন মনির, কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মাঈনুদ্দিন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি মুন্সি আব্দুল্লাহ মুহাম্মদ ফাইসুল, মহানগরীর সহকারী সাধারণ সম্পাদক এড. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, ট্রেড ইউনিয়ন সম্পাদক এরশাদ খান, নারায়ণগঞ্জ জজকোর্টের এপিপি এড. আক্তার হোসাইন সহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের প্রতি শোষণ ও বঞ্চনা বন্ধের আহবান জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন। সভাপতির বক্তব্যে তিনি শ্রমিকদের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র ও সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্না।
বিশাল সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে এই সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে জানানো হয়। মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় প্রোগাম টি পরিচালিত হয় এবং সমাপনী বক্তব্য রাখেন মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।