নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাধানগরে জননেতা এ কে এম শামীম ওসমানের পক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বাদ জুমা রাধানগর বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ,দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ ও আওয়ামী লীগ নেতা মো.দলোয়ার হোসেন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রয়াত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইঁয়া সহ দেশের মঙ্গল ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত শেষে গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং খিচুড়ি বিতরণের সূচনা করেন।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফিকূর রহমান শিশির, গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ- সভাপতি সাইদ আহমেদ, সাংবাদিক ইকবাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দ।