সর্বজনীন পেনশন চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন না’গঞ্জ কলেজের সাবেক ভিপি ও না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামির হোসেন রনি।
মঙ্গলবা( ২২ আগস্ট৷) বিকাল ৪টায় ২ নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা থেকে এ অভিনন্দন জানানো হয়।
ভিপি রনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসাধারণের কথা চিন্তা করে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা গরিব-দুঃখী সর্বসাধারণের কথা চিন্তা করে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের মহাসড়কে শামিল হই।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন, রাসেল শিকদার,জুয়েল খান,খালিদ মাহমুদ,মো.আকরাম,এস এম সুমন,মো.মাহমুদুল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রানা আহমেদ রবি, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, মো. ইথুন ইসলাম ,মো. আরাফাত, মো. নিলয়,ইন্দ্রজিৎ রায়, মো.সুমন প্রধান,সিডনি চৌধুরী,বাস্তব সাহা,জামাল হোসেন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।