“এসময় তিনি বলেন আগামী দিনে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। একটি দেশ তখনই পরিবর্তিত হয়, যখন জনগণ দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় এবং নেতৃত্বে সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে স্থান দেয়।
তিনি আরো বলেন কেবল দল–মতের উত্তেজনায় নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এমন প্রতিনিধিকে বেছে নিতে হবে যারা মানুষের সেবা করবে, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকবে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেবে। এমন সৎ মানুষ নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হবে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে। তাই পরিবর্তন চাইলে—সততার পক্ষেই দাঁড়াতে হবে। আমাদের ভোট, আমাদের সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে।
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসিরউদ্দিন সহ মহানগরী সকল ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।