হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তাবলী’র বিভিন্ন ওয়ার্ডে মিলাদ,দোয়া ও গণভোজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রবিবার ( ২০ আগষ্ট ) সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর,রাজাপুর, রামনগর,খাজা মার্কেট, কানাইনগর, চর বয়ারাগাদি,আনন্দ বাজারসহ বিভিন্ন প্রামে মিলাদ,দোয়া ও গণভোজের সূচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী শফিক মাহমুদ, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও রাজাপুরের কৃতি সন্তান সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু, আওয়ামী লীগ নেতা দিল মোহাম্মদ দিলুন,ফতুল্লা থানা আওয়ামী মুক্তিযোাদ্ধা লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা শাহজালাল মাইকেল, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাশফিকূর রহমান শিশির, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল-আমিনসহ ইইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।