জাতীয় শোক দিবস ও ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪,৫, ও ৬ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মো.শাহাবুদ্দিন,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদউল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হক আরজু,ফতুল্লা থানা আওয়ামী মুক্তিযোাদ্ধা লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন মেম্বার, মো. সালাউদ্দিন,কার্যকরী সদস্য খোরশেদ মাস্টার, আব্দুল জলিল,নীলা বেগম,জুলহাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।