আল্লামা মামুনুল হক ও মুফতী মনির হুসাইন কাসেমী সহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি, রাষ্ট্রিয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং ২০১৩ ও ২০২১ এ আলেম-ওলামা ও তৌহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা ফেরদাউসুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- ডি. আই. টি. এর পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আল্লামা জুনায়েদ আল হাবীব।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মাহফুজুল হক।
মুফতী হারুনুর রশিদ ও মাওলানা কামাল উদ্দিন দায়েমী’র পরিচালনায় আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতী এহতেশামুল হক কাসেমী প্রমূখ।