শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ৯ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু দ্বিতীয় দিনেও সার্ভেয়ারদের কর্মবিরতি, দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থা’র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আনন্দধামের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হিন্দু সম্প্রদায়ের ভাইদের কথা আমার খুব ভালো লেগেছে : গিয়াসউদ্দিন ফতুল্লার কাশীপুরের সুরুজ হত্যা মামলার প্রধান আসামী সাল্লু জনতার গন পিটুনীর পর গ্রেফতার ৷ জেলা ও মহানগর বিএনপির সাথে পূজা উৎযাপন পরিষদের যৌথ মতবিনিময় সভা  মানবতার প্রয়োজনে পাশে থাকবে স্মাইল : সাবেক কাউন্সিলর সাদরিল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এইচ মামুন ইন্তেকাল করেছেন বিগত সময় সকল বিভাগেই স্বৈরাচারের দোসর ছিল : গিয়াসউদ্দিন

আহ্বায়ক কমিটির সদস্য মাহামুদুর রহমানের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৪৯ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রয়াত মাহামুদুর রহমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত।

শনিবার ( ৫ আগস্ট ) বাদ আছর নগরীর মিশনপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত মাহামুদুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতীর কল্ল্যান কামনা করে দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান প্রয়াত মহানগর বিএনপির সদস্য মাহামুদুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, গত ২৮শে জুলাই মাহমুদুর রহমান সহ আমরা একসাথে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে গিয়েছিলাম,
এক সাথে বসে চাও খেয়েছিলাম। সেই ছবিগুলো এখন দেখলে আমার ভিতরটা যেন কেমন করে অত্যান্ত খারাপ লাগে। একজন হাস্যকর সদলোপি ও দলের জন্য নিবেদিত প্রান ছিলেন মাহমুদুর রহমান।
তিনি আরও বলেন, আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কিন্তু মাহমুদুর রহমান প্রান দিয়েছেন। আমি কামনা করি মাহমুদুর রহমান শহীদের মর্যাদা পাবেন। এই শোকসভা থেকে আমি একটি কথাই বলতে চাই মাহমুদুর রহমান দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন।
তোমরা যারা আছো মাহমুদুর রহমানের আদর্শকে ধারণ করেই দলের জন্য কাজ করবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। দেশের মানুষের ভোট অধিকার প্রতিষঁঠা করতে হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, মামুদুর রহমান আমার খুব কাছের একজন বিশ্বস্হ্য ছিল। আমার বিপদ-আপদে সবসময় আমার পাশে থাকতেন। আমি যদি কোন কারণে রাগ করতাম তাহলে সে বলত লিডার আপনি আমাকে ছেড়ে চলে গেল আমি আপনাকে ছেড়ে চলে যাব না।
কিন্তু সত্যি আজ সে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আপনারা সবাই মাহমুদুর রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
তিনি বলেন, মাহমুদ দলকে ভালবাসতেন। সন্তানদের বেতন দিতে পারবে কিনা,ঘরে বাজার আছে কিনা সে কথা কখনো চিন্তা করতেন না। যখনই কোন কর্মসূচি ডাক আসত সে স্বশরীলের হাজির হতো। এবং স্লোগানে স্লোগানে রাজপথকে মুখরিত করেছেন।
আমি সিনিয়ার জুনিয়ার যে সকল নেতাকর্মীরা আছেন সবার কাছে জোর হাত ধরে যদি কেউ মাহমুদের আচার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। সবাই মাহমুদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় মিলাদ মাহফিল ও শোক সভায় প্রয়াত নেতার স্মৃতিকে স্বরন করে এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, মাকিদ মোস্তাকিন শিপলু, শাহিন আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102