বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূর্চীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগষ্ট)দুপ নগরীর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা
কে এম মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।
বিক্ষোভ মিছিলটি নগরীর উকিল পাড়া থেকে শুরু হয়ে নাঃগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশস্থলে এসে শেষ হয়।
মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এডঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কে এম মাজহারুল ইসলাম জোসেফসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন,আপনারা জানেন তারেক রহমান ও জোবাইদা রহমানকে কিভাবে সাজা দেওয়া হয়েছে।
মাএ ১৬ দিনে রাতে স্বাক্ষর নিয়ে বিশেষ ট্রাইবুনালে এ সাজা প্রদান করা হয়েছে।এটা কিসের আলামত? ওরা দেওলিয়া হয়ে গেছে ওরা ভাবছে তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিয়ে আটকে দেয় তাহলে বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে যাবে। দুদক কাজ দুর্নীতি দমন করা। আজ তারা বিরোধী দল মত দমনে কাজে লিপ্ত। আমরা এ রায় মানি না মানব না তারেক রহমান বীরে বেগে এ দেশে আসবে ফিরে।
এসময় আরও উপস্থিত ছিলেন আঃ রহমান,আলী নওশাদ আনোয়ার তুষার, কাজী সোহাগ,
আখতারু জ্জামান মৃধা,শেখ অপু,আল মামুন,বিল্লাল হোসেন,জাকির হোসেন, নূর আলম প্রধান, সাইদুর রহমান সাইদ, মোস্তাফিজুর রহমান বাহার, কাজী নূর আলম,মোঃ মুসা,ওসমান গনি,শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, শাহীন ঢালী, দুলাল হোসেন,রানা আহমেদ মইনুল,দুলাল মিয়া,মাহমুদুল হাসান মাসুম,নূরুজ্জামান,বাপ্পি সিকদার, হুমায়ূন কবীর, লিমন সরকার,সোহেল প্রধান,আলফু প্রধান,আনোয়ার সানি, সেলিম খন্দকার, ইসলাম ভূঁইয়া, আঃ আউয়াল,আঃ রাহিম,মোঃ সালাম,খায়রুল ইসলাম,রুবেল হোসেন, হারুন উর রশীদ, কামরুল হাসান, মহিউদ্দিন,পান্না হায়দার খান হিরা, ইউসুফ খান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন জনতার অধিকার আদায়ের আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর সদা জাগ্রত সদা প্রস্তুত।