নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে শোকাবহ আগষ্টের প্রথম দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক শিখা প্রজ্জলন করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কায়কোবাদ রুবেল।
শনিবার (০১ আগষ্ট) রাত ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক শিখা জ্বালিয়ে আলোক শিখা প্রজ্জলন করেন।
সংক্ষিপ্ত এক বক্তব্যে কায়কোবাদ রুবেল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের ১৬ জন সদস্য। তিনি আরও বলেন সেই সময় জাতির পিতার দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা প্রাণে রক্ষা পান।
এ সময় উপস্থিত ছিলেন, সাইফুর রহমান সুমন,মো:জালাল,মো: মোক্তার, রনি শেখ,সফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।