পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসী ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু। একই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভকামনা জানান।
শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অপু বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই উৎসব আমাদের ত্যাগের মহৎ শিক্ষা দেয় এবং সামাজিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমি এই পবিত্র দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”
তিনি আরও যোগ করেন, “পাশাপাশি, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ যেন তাকে দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করেন।”
তিনি সমাজের বিত্তবানদের প্রতি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সকলকে ভেদাভেদ ভুলে একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গঠনে এগিয়ে আসার অনুরোধ করেন। পরিশেষে, তিনি সকলের নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।