কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন না’গঞ্জ কলেজের সাবেক ভিপি ও না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামির হোসেন রনি।
বৃহস্পতিবার (২৭জুলাই) দুপুরে ২নং রেলগেটস্থ না’গঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ে কর্মী সমর্থকদের নিয়ে তিনি দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ভিপি রনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে জননেত্রীর পরীক্ষিত নেতাদের নিয়ে, তাই তারা দেশের সেবা করতে বদ্ধপরিকর। দেশের যে কোন দুঃসময়ে সেচ্ছাসেবকলীগ জনগণের পাশে থাকবে। দেশে বিএনপি- জামাতের রাজনীতির নামে কোন প্রকার সহিংসতা করলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আল আমিন,মোাহাম্মদ নাজির হোসেন,জুয়েল খান,মো.আকরাম,এস এম সুমন,সাবেক সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শরীফ হোসেন শেখ সানি,মো. আরাফাত, মো. নিলয়,ইন্দ্রজিৎ রায়, মো.সুমন প্রধান,এবিএম মোহস সুন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।