ডিবি পুলিশের অভিযানে ২৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সোহেল মিয়া ও এসআই অংকুর কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে ১১ মে ২০২৫ তারিখে বন্দর ও সোনারগাঁও থানা এলাকা থেকে ২৫৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪) কে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে জানা যায়, বন্দর থানার হেদায়েতপাড়া এলাকায় আরিফ বিল্লাহর ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রয়ের ঘটনা ঘটছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফকে আটক করে। তার কাছ থেকে ১৩টি এয়ারটাইট পলিথিনে মোট ২৫১ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা।
আরিফ বিল্লাহ স্বীকারোক্তিতে জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করছিল। তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারা অনুযায়ী মামলায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করা হয়েছে।