নারায়ণগঞ্জ নগরীর মসজিদ রোড জামতলা এলাকার স্থায়ী বাসিন্দা ও পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান শুভ বিকেএমইএ এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে জামতলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গত শনিবার (১০ মে) বিকেএমইএ’র নির্বাচনে ৩৮ জন প্রার্থীর মধ্যে রহমান স্পোর্টস ওয়্যার লিমিটেডের কর্ণধার আশিকুর রহমান নারায়ণগঞ্জ ও ঢাকার দুটি ভোটকেন্দ্রে মোট ৪০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। নারায়ণগঞ্জে তিনি ১৮৮ এবং ঢাকায় ২১৭ ভোট পান, যা মোট ভোটের (৪৩১) একটি বিশাল অংশ।
তার এই জয়ে আনন্দিত হয়ে জামতলা পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী রাতেই তাকে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা ও সম্মান জানান।