নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, “আমিনুল ভাইয়ের মতো একজন মানুষ, যার ওপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আস্থা রাখেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ যারা এই খেলাধুলার আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে।
শুক্রবার (৯ মে) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন, দেশের প্রতিটি স্তরে আমিনুল ভাইয়ের মতো নেতৃত্ব গড়ে উঠুক। আমিনুল ভাইকে দেখে অনেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়েছে। তার মতো মানুষ যদি রাস্তায় নেমে সংগ্রাম করতে পারেন, তাহলে আমরা শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার হিসেবেও রাস্তায় নেমে সংগঠিত হতে পারব।
অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান প্রমুখ।
এই ফুটবল টুর্নামেন্টে স্থানীয় যুবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা সামাজিক সংহতি ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।