শুক্রবার (৯এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরীগাও তরুণ সংঘের উদ্যেগে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাওছার আশা।
উদ্বোধনের পূর্বে নেতৃবৃন্দ বলেন, খেলাধুলা যুবসমাজ কে বিভিন্ন অপরাধ থেকে দুরে রাখে, খেলাধুলার কারনে সমাজে সর্ব প্রজায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে, এবং শারিরীক ভাবে দেহমন দুটোই উৎফুল্ল থাকে। তারা আরও বলেন আমরা সমাজের প্রতিটা ভালো কাজের পাশে থাকবো ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও কলাগাছিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মোঃ রকিব মিঞা, মোঃ সোহেল, মোঃ এজাজ মাহমুদ রনি সহ প্রমূখ।
পরিচালনায় ছিলেন মোঃ রনি, মোঃ সিফাত, মোঃ ফারুক, মোঃ তপু, মোঃ আরিয়ান, মোঃ ইয়াছিন, মোঃ রিয়াদ হোসেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে, মামা-ভাগ্নে একাদশ ও সোহান এন্টারপ্রাইজ। প্রতিটি ম্যাচে ২৮ ওভারের মধ্যে, ১৪ ওভার করে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।