শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে প্রতিবাদ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ  যারা অরাজকতা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ -জুয়েল হোসেন গনতান্ত্রিক আন্দোলন এর নামে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় আমরা প্রতিহত করবো -এ্যাড, দ্বীপু  কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে  আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত  আমি বাঙালি হয়েও পাক হানাদার ও রাজাকারদের তান্ডব দেখেছি – এ্যাড, খোকন    হাসপাতালে ভর্তি শামীম ওসমান নিহত মেধাবী ছাত্র সাঈদ এর হত্যার বিচার করতে হবে – হাফিজুল ইসলাম  নগরীতে কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  আদালতে আনা হয়নি   জাকির খান কে, নগরীতে  বিক্ষোভ 

আশার নেতৃত্বে নগরীতেমহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৩ টায় নগরীর মন্ডলপাড়াস্থ এলাকায় সংগঠনটির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এবং নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার নেতৃতে এই কর্মসূচি পালন করা হয়।
আবুল কাউছার আশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুর সঞ্চালনায় এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাশেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, এ্যাড. বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, এ্যাড. আনিছুর রহমান মোল্লা, হান্নান সরকার, আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে এম জি মাসুম রাশেল বলেন, আজকে আমরা স্বাধীন দেশের মানুষ হয়েও রাতের আধারের ভোটচোর সরকারের কাছে জিম্মি হয়ে আছি। গুম, খুন ও ভোট ডাকাতির এই মৃত্যু উপত্যকা আমার দেশ হতে পারে না। আমার দেশ অমিত সম্ভাবনার চারণভূমি। আর সেই সম্ভাবনা লুকিয়ে আছে এদেশের কোটি তরুণের হৃদয়ে। স্বপ্ন আর তারুণ্যের শক্তির সমন্বয়ে রচিত হবে শোষণ বঞ্চনা,ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি অব্যবস্থাপনা ও জুলুম নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ। তাই এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তরুণদের জেগে উঠতে হবে আগামী দিনের নুতন সূর্য্যদ্বয়ের জন্য।

প্রধান বক্তা হিসেবে মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল বলেন, আওয়ামী দু:শাসনের আমলে পর পর তিনটি জাতীয় ও স্থানীয় সরকারের কোন নির্বাচনেই আমরা ভোটাধিকাার প্রয়োগ করতে পারিনি। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, মনখোলে কথা বলা আমার স্বাধীনতা।
সেই স্বাধীনতাকে হরণ করে অবৈধ ভাবে রাতের আধারে ভোটচোর সরকার ক্ষমতায় টিকে আছে। আমরা স্বাধীন দেশের মানুষ হিসেবে ভীতিহীন পরিবেশে, নির্বাচনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর এই অধিকার আদায় করতে হলে গণতন্ত্র মুক্তির শ্লোগানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করতে হবে।
এর আগের মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আবুল কাউছার আশার নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এ্যাড. আবুল কালাম আজাদ, রাশেদুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাউন্সিলর সুলতান আহম্মেদ, পনির ভূইয়া, আল-মামুন, মেজবাহ উদ্দিন, ফারুক চৌধুরী, নেছার উদ্দিন আহম্মেদ, মো: সাফি, মহিবুর রহমান, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন কাজল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার, সাধারণ সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল,
সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল রাজীব, রাজু আহম্মেদ, আব্দুল হাসিব, কাইয়ুম হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পাপ্পু, আলতাব হোসেন ইব্রাহীম, সোহেল হোসেন, কলিম উদ্দিন রানা সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102