সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবীতে যুগপৎ আন্দোলন এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে গনতন্ত্রমন্চের নেতাকর্মীরা নগরীতে পদযাত্রা কর্মসূচী পালন করে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে। এসময় বক্তারা বলেন অবিলম্বে এই সরকার কে পদত্যাগ করতে হবে, এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই ১ দফা দাবি আদায় না করে আমরা ঘড়ে ফিরবো না। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরে যাবো। তারা সাধারণ মানুষ কে আন্দোলনে অংশ নেওয়ার আহবান জানান।
এসময় সংগঠনের জেলার আহবায়ক তরিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও পপি রানীর সন্চালনায় আরও বক্তব্য রাখেন এ্যাড,খলিলুর রহমান, মোঃ মাহমুদ হোসেন, ছাত্র নেতা অন্জন দাস,টিপু সহ প্রমুখ । সাধারন মানুষ কে আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষে পদযাত্রাটি নগরীর প্রেসক্লাব থেকে শুরু করে কালির বাজার, ১নংরেলগেট, ২ নং রেলগেট, মন্ডলপারা, হয়ে নগরীর নিতাইগন্জ গিয়ে শেষ করে।