শনিবার (৩রা মে) সকাল পৌনে ১২ টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেস ক্লাবের সামনে জেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে কৃষকদলের নেতৃবৃন্দ বলেন, ডাঃ শাহিন ও আলম মিঞা আওয়ামী দোসরদের নিয়ে অর্থের বিনিময়ে একটি আহ্ববায়ক কমিটি গঠন করেছে। গত ১৬ বৎসর আলম নামে কাউকে আমরা চিনতাম না। হঠাৎ করেই তারা কৃষক দলের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ডাঃ শাহিন কিসের ডাক্তার, সে একজন ঔষধ বিক্রেতা। নেতাকর্মীরা ওনার সার্টিফকেট দেখতে চায়, আলম সর্বোচ্চ তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন, পূর্বে তিনি আচার বিক্রেতা ছিলেন। অথচ তাদের মতো লোকেরা বেইমান তৈমুরের দোসরদের দলে জায়গা করে দিয়েছে।
তারা আরও বলেন, গত কিছুদিন পূর্বে জেলা কৃষকদলের যে কমিটি হয়েছে সেখানে আমরা যারা ত্যাগী নেতা রয়েছি তাদের বঞ্চিত করে কিছু আওয়ামী লীগের দোসরদের দিয়ে জেলা কৃষক দলের কমিটি সাজানো হয়েছে। ডাঃ শাহীন ও আলম মিঞা একই থানার ৫ জন লোককে দিয়ে কমিটি গঠন করেছে, অথচ অন্যান্য থানার নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয় নি। অর্থের বিনিময়ে সাজানো আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে পূণরায় কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
এসময়, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রুপগঞ্জ থানার আহ্বায়ক এ্যাড নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক আহ্বায়ক তৈয়ম, ফতুল্লা থানার আহ্বায়ক আমীর হোসেন, সোনারগাঁয়ের সাবেক সদস্য সচিব মোঃ বাবুল, রুপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি সার্জেন্ট মোমেন মিঞা সহ প্রমূখ।