শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যা নদীর কান্না নামক প্রতিবাদ সভা ব্যাচ ৯৭, না’গঞ্জের আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত বৃক্ষরোপনের মধ্যদিয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এ্যাড,সাখাওয়াত ও এ্যাড,টিপুর নেতৃত্বে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন  নারায়নগন্জে পূজামণ্ডপ পরিদর্শন করলো জিসাসের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ নারায়নগন্জে রামকৃষ্ণ মিশনে কাল অনুষ্ঠিত হবে কুমারী পূজা সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন মহিলা পরিষদ না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় সর্বজনীন উৎসব : সাবেক কাউন্সিলর সাদরিল

মামুন মাহমুদ এর নেতৃত্বে পদযাত্রায় জেলা বিএনপির বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২০৮ 🪪

সরকার পদত্যাগের ঘোষনাকে কেন্দ্র করে সারাদেশে বিএনপির এক দফা এক দাবিতে যে পদযাত্র র্কমসুচি তারই দ্বারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব—অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে

মঙ্গলবার ১৮জুলাই দুপুর তিনটার সময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্টান হতে শুরু করে বিশাল কর্মী শোডাউন নিয়ে সাইনবোর্ড মোড় পর্যন্ত গিয়ে এ পদযাত্রা কর্মসূচি শেষ হয়।

এসময় পদযাত্রা শেষে অধ্যাপক মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের জেলাবিএনপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার নেতৃবিন্দু আজকের এই বিশাল পদযাএা অংশ গ্রহন করেছেন আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ্যথেকে বিশেষ করে ৪ আশনের পক্ষ্যথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যানাই। অপনারা জানেন আমাদের নেতা সাতহাজার মাইল দুর থেকে এই র্কমসুচি ঘোষনা করেছেন। আপনারা দেখেছেন তার ডাকে বাংলাদেশের ১৮কোটি মানুষ আজ মাঠে নেমে অসে। শেখহাসিনার ভয়্ শেখ হাসিনা এখন হিরো আলমকেও ভয়পায়। বিএনপির নেতার্কমিরা যদি রাজপথে নামে শেখহাসিনা তুমি কিন্তু পলানোর পথ খোজে পাবে না। তাই তোমাকে বলেদিতেচাই এখনো সময় আছে একদফা দাবি মেনেনাও তত্বাবদাযক সরকারের হাতে তুমি খমতা হস্তান্তর কর,র্নিবাচন কমিমন ভেঙ্গেদাও এই নশিরাতের পার্লামেন্ট ভেঙ্গেদাও, বেগম খালেদাজিয়াকে মুক্তি দাও । তাহলেই তুমি রক্ষা পাবে।তানাহলে বাংলাদেশের এই ১৮কোটি মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। যে কোন মুল্যে বাংলাদেশের এই ১৮কেটি মানুষ গনতন্ত্র প্রতিষ্টিত করবে, ভোটের অধিকার পতিষ্ঠিত করবে, মানুষের বেচেথাকার অধিকার প্রতিষ্ঠিত করবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত করবে। যদি এই ১৮কেটি মানুষ একটা করে ফুল ছুড়ে আপনারধিকে। যদি এই ফুলের বৃষ্টি আপনার গনভবনের ধিকে ছুড়ে মারে আপনার এ গনভবন বঙ্গপোসাগড়ে ভেসেযাবে। আপনাকে এই সভাথেকে হুসিয়ার করে দিতেচাই একনো সময় আছে ভলোয় ভালোয় আপনি পিছনের দর্জাদিয়ে পালিয়ে যান। অপনিযদি আপনার নেতা র্কমিদেও নিয়ে রক্ষা পেতে চান এখনো সময আছে ্হয় তত্ত¦াবদায়ক সরকারের অধিনে অপনি র্নিবাচনে অসুন । তত্তাবদাযক সরকার ছাড়া বাংলাদেশে কোন র্নিবাচন হবেনা।অপনারঅধীনে কোন ির্বাচন হতেদেওয়া হবেনা। জিয়ার সৈনিকেরা তারেক জিয়ার সৈনিকেরা যখন রাজপথে এসেছে তখননি গনতন্ত্র মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার হাতদরে গনতন্ত্র এসেছে। এবার খালেদাজিয়া বন্দি থাকলেও আমাদের অনুপেরনা তারেক রহমান র্নিদেশ দিয়েছেন যেকোন মুল্যে অপনাকে বিদায় করেই আমরা ঘড়েফিেও যাব অনেক রক্ত আপনি ঝড়িয়েছেন। অসংখ নেতা কমীর্ আমাদেও মাঝে এই রাজপথে শহিদেও রক্তে নাম লেখিয়েছে । আর কত রক্ত আপনার প্রয়োযন। রক্ত দিতে আমাদেও নেতা র্কমিরা প্রস্তুত রয়েছে।গণতন্ত্র প্রতিষ্ঠা করে রে ছাড়বো ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি একরামুল কবির মামুন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদের সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল।

ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন প্রমূখসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102