বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র দিবসে ‘সজীব’র নেতৃত্বে নয়াপল্টনে ৫’সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন – সদরের ইউএনও  সিদ্ধিরগঞ্জে ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা উপকরন বিতরন করলেন কাউন্সিলর সাদরিল দেশ পরিবর্তন করতে যেয়ে ইসলামপন্থীরাও মুর্তি পাহারার দায়িত্ব নিয়েছেন-ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফতুল্লার মধ্য কায়েমপুরে জাকির খান মুক্তি পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত আল্লাহপাক তার প্রিয় হাবিব কে সমস্ত সৃষ্টির রহমত হিসেবে প্রেরন করেছেন –সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী  আমাদের জেন্ডার ইস্যু বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ –  সফিকুজ্জামান বিএনপি নেতা নেহালউদ্দিন মেম্বারের জানাজায় জনতার ঢল রূপগঞ্জে দুই শাখার শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০ না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আশি হাজার ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০৬ 🪪

সোমবার (১৭, জুলাই) দুপুর দেড়টার দিকে ৮০ হাজার পিছ ইয়াবা সহ একজন যুবক কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নীলফামারী জেলার সদর থানাধীন ইটখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃআখতারুজ্জামান ওরফে দিলশান (২৫)।

অপর দিকে আড়াইহাজার থানাধীন চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ০২ জন আসামী গ্রেফতার সহ ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (রূপগঞ্জ জোন) ও আড়াইহাজার থানা পুলিশ।

জেলা পুলিশের এ বিশেষ সফলতার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, কাচপুর ব্রিজের নীচ থেকে প্রায় আড়াই কোটি টাকার মূল্যের ৮০ হাজার পিছ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। তার নাম হচ্ছে আখতারুজ্জামান ওরফে দিলশান। সে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে এখানে এসে গ্রেফতার হয়।

এই প্রথম এই জেলায় ইয়াবার এতো বড় চালান আটক হলো। এর আগে এতো বড় চালান উদ্ধার নাই। এটা আমাদের জেলা পুলিশসহ থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার একটি বড় সফলতা। নারায়ণগঞ্জ পুলিশের প্রতিটি ইউনিট যে অপরাধ দমনে কাজ করছে তারই একটি উদাহরণ এটি।

চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতার ২জনের বিষয়ে তিনি বলেন, গত ১২ই জুলাই আড়াইহাজার থানাধীন এলাকায় একজন অটো রিকশা চালককে হত্যা করে তার অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারে আমাদের গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রূপগঞ্জ জোন কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা অটো চালককে হত্যায় জড়িত ২জনকে গ্রেফতার করি এবং যাকে হত্যা করা হয়েছে তার মোবাইল ফোনটি উদ্ধার করি। গ্রেফতারকৃতরা হলেন, নাইম(৩০) ও মোঃ কাউসার(২৮)। এই দুজনকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আশা করছি বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী তারা দিবে।
তিনি আরও বলেন, যে ঘটনাগুলো ঘটে, তার সাথে জড়িত অপরাধীদের আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনছি। মানুষ যাতে ভালোভাবে, শান্তিমতো বসবাস করতে পারে, কোথাও যাতে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা কাজ করছে বলেও জানান জেলার সর্বোচ্চ এ পুলিশ কর্মকর্তা।

ইয়াবা উদ্ধারের বিষয়ে প্রেস রিলিজে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল নারায়নগঞ্জ এবং অফিসার ইনচার্জ সোনারগাঁ থানার নেতৃত্বে জানতে পারে যে চট্টগ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক ব্যবসায়ী চক্র নারায়নগঞ্জে আসছে। এ সংবাদের ভিত্তিতে সোনারগা থানাধীন কাঁচপুর রায়েরটেক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে ফুটওভার ব্রিজের নিচে মহাসড়কের উপর থেকে এই ৮০ হাজার পিছ ইয়াবা সহ আখতারুজ্জামান ওরফে দিলশান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সোনারগাঁ গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102