নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলীর গোপালনগর গ্রামের ব্যবসায়ী মো. লিটনের কাছ থেকে ২৮ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক শাফিন আহমেদ সুজন। এ ব্যাপারে লিটন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে লিটন উল্লেখ করে, ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকার খোকন মিয়ার ছেলে শাফিন দীর্ঘদিন যাবত বিকাশ ও নগদ লেনদেনের ব্যবসায় পরিচালনা করে আসছে। বিগত ২৮/০৬/২০২৩ খ্রি. তারিখে লিটন বিবাদী সাফিন আহমেদ সুজনকে নগদ পনেরো লাখ, আই.এফ.আই.সি. ইসলামী ব্যাংকে তার একাউন্টে আট লাখ, বিভিন্ন বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে আরও পাচ লাখ টাকাসহ মোট ২৮ লাখ টাকা সাফিনের ব্যবসায়িক প্রয়োজনে প্রদান করেন।
সাফিন টাকা নেওয়ার পর হতে লিটনের সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে সাফিনকে পেয়ে লিটন টাকা ফেরত চাইলে বিবাদী সাফিন দিচ্ছি দিব বলে তালবাহানা করতে থাকে। বিগত ০৯/০৭/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সকাল আনুমানিক ৮:৫৪ ঘটিকায় লিটন বিবাদীর মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা ফেরত পাঠানোর অনুরোধ করলে লিটনের সাথে অসামাজিক আচরণ করে ফোনের সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে লিটন বিবাদীর ঠিকানায় গিয়েও তার কোন প্রকার সন্ধান পায়নি।
প্রতারণার শিকার হয়ে লিটন তার দেওয়া টাকা ফেরত পেতে বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করে। অবশেষে কোন উপায় না পেয়ে অর্থ আত্নসাতকারী সুজনের বিরুদ্ধে লিটন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করে।
প্রতারক শাফিন আহমেদ সুজনের সন্ধান পেলে মোবাইল ফোন নাম্বার 01943231384 অথবা যেকোন থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে লিটন। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণাও করেছে এই ভুক্তভোগী ।