রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত তৃষ্ণার্থদের মাঝে শরবত বিতরণ করলেন রাগিব হাসান তৃষ্ণার্থদের পাাশে জেলা প্রশাসন প্রয়াত কাজিম উদ্দিন স্মরণে জাহাজী শ্রমিক ফেডারেশনের শোক সভা ও দোয়া এড, নুরুল কবীরের মৃতুত্বে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া অভিযোগে মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর মামলা দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের কাছে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক লোক ভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করলো স্বার্থান্বেষী মহল বন্দর ইউএনও’র বাসভবনের আনসার সদস্যের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জে স্মার্ট কর্নারের উদ্ধোধন করলেন কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩০৬ 🪪

স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় শহরের ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়।
স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরও বলেন বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আজ স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্ণার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্ণার ভূমিকা রাখবে।

কবির বিন আনোয়ার আরও বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালে একটি আত্মমর্যাদাশীল, একটি আত্মনির্ভর ও মান-সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি গঠনের লক্ষে কাজ করে যাচ্ছেন। যেটি হবে একটি স্মার্ট জাতি। যেখানে প্রতিটি ক্ষেত্রেই স্মার্ট হবে। তার সরকার স্মার্ট হবে, সিটিজেন স্মার্ট হবে, সোসাইটি স্মার্ট হবে,ইকোনমি স্মার্ট হবে এবং মানুষের মননে চিন্তায় সবদিক থেকে স্মার্ট হবে।’
এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল, সাবেক সিনিয়র সহ- সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ন সাধারন সম্পদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, বাংলাদেশ আওয়ামীলীগ এর জাতীয় পরিষদের সদস্য এ্যাড. আনিসুর রহমান দিপু, সাবেক সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা বেগম বাবলী, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক কাউছাড় আহাম্মেদ পলাশ, কেন্দ্রীয় শ্রমিকলীগের দর কষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102