রবিবার (২০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনার ইজারা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের চতুর্থ তলায় উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে বাস টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাজার ও সায়রাত মহালের ইজারা সম্পন্ন হয়।
এতে দিগুবাবু’র বাজার সর্বোচ্চ ১ কোটি ৮৩ লক্ষ টাকায় ইজারা পেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। নিলামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের জন্য এ ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।