বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে জামায়াতে নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি না’গঞ্জে মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ আমাদের শত্রুরা আমাদেরকে বিভক্ত দেখতে চায়: এড. সাখাওয়াত কেন্দ্র যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে কাজ করবো ‘ইনশাআল্লাহ্: বাবুল আওয়ামী লীগ হলো একটি চোরের দল, সন্ত্রাসের দল: এড. টিপু  শহীদ জিয়া হল পুনর্নির্মাণের দাবি জানালেন সাবেক কাউন্সিলর খোরশেদ নারায়ণগঞ্জের বিশেষ শিশুদের ‘বন্ধু’ হয়ে উঠলেন ডিসি জাহিদুল ইসলাম না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে  রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে রেলওয়ে  উপদেষ্টার বৈঠক  না’গঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিন আহমাদের পক্ষে ব্যাপক গণসংযোগ কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবিতে গণআন্দোলনের হুঁশিয়ারি

না’গঞ্জ-৫ আসনে মাওলানা মইনুদ্দিন আহমাদের পক্ষে ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ তাঁর নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা চালান।
​মাওলানা  মইনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগটি নাসিক ১১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এম সার্কাস এলাকা থেকে শুরু হয়। প্রায় শতাধিক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল সহকারে জামায়াত নেতাকর্মীরা এই পদযাত্রার সূচনা করেন। প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের মাঝে প্রচারপত্র বিলি করেন।
​গণসংযোগ চলাকালে উক্ত ওয়ার্ডের নেতাকর্মীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।ঐ সময় সবার কাছে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা-তে মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
​গণসংযোগের মিছিলটি এরপর জনবহুল এসিআই এলাকা অতিক্রম করে। এই এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একপর্যায়ে গণসংযোগটি ১১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা হাজীগঞ্জ-এ এসে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
​ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ​হাজীগঞ্জে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী মজলিসে সূরা সদস্য ও আদর্শ স্কুলের সিনিয়র শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যা সমাধানের জন্য আমরা নির্বাচিত হলে এই এলাকার জলাবদ্ধতা, যানজট নিরসন, উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ধনী-গরিবের কোনো বৈষম্য থাকবে না। আমরা আশা করি, ভোটাররা এবার সততা ও যোগ্যতার পক্ষে রায় দিয়ে পরিবর্তনের সুযোগ করে দেবেন।”
​গণসংযোগে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা এই গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দাবি করেন, মাওলানা মইনুদ্দিন আহমাদকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। এলাকার বেশ কয়েকজন প্রবীণ ভোটার জানান, তারা একজন সৎ ও ধর্মপ্রাণ প্রার্থীকে সুযোগ দিতে চান, যিনি এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকবেন।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিম, ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ খোকন, জামায়াত নেতা ইব্রাহিম, ওয়ার্ড সদস্য মিন্টু, নাদিম, মোঃ সোহেল সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102