শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের এড. সাখাওয়াত এর শুভেচ্ছা সবুজের পথে নারায়ণগঞ্জ: এক লক্ষ বৃক্ষরোপণের মাইলফলক অর্জন কবর জিয়ারতের মাধ্যমে ‘ওয়ারিয়র্স অব জুলাই নারায়ণগঞ্জ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে বিশিষ্ট জনদের নিয়ে মতবিনিময় সভা জুলাই সনদের স্বীকৃতি ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে – মমিনুল হক সরকার শেখ হাসিনার সময়ে নারায়ণগঞ্জে অনেক গডফাদার সন্ত্রাসী তৈরি হয়েছে : মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা: প্রধান আসামি রাসেল ফকির হবিগঞ্জ থেকে গ্রেপ্তার না’গঞ্জ আইনজীবী সমিতির নতুন চেম্বার কমপ্লেক্সের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল

ধর্ষণ, নিপীড়ন প্রতিবাদে না’গঞ্জে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সমাবেশ ও গানের মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৬ 🪪

সারাদেশে অব্যহত ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১২মার্চ বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ ও গানের মিছিল অনুষ্ঠিত হয়। এ সমাবেশে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন।

জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায়
বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক জনাব রফি উর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনা’র সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি এ্যডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি রাশিদা বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, প্রগতি জেলা কমিটির সদস্য দুলাল সাহা, জহিরুল ইসলাম মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিল্লাল হোসেন, কবি দীপক ভৌমিক প্রমূখ।

বক্তাগণ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবী করেন। তারা বলেন আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে সহস্রাধিক শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে তা যদি ব্যর্থ হয় তবে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। এদেরকেও জনগণ ছেড়ে দেবে না। শেখ হাসিনার মত পরিনতি এদেরও হতে পারে।
বক্তাগণ সকল সাংস্কৃতিক সংগঠনগুলো ও তাদের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশের নারী সমাজকেও রাস্থায় থাকার আহবান জানান।

এ সময় সমাবেশে কবিতা পাঠ করেন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি তিথি সুবর্ণা, কবি পল্লবী প্রত্যাশা, কবি দীন ইসলাম দীপু, কবি জয়নাল আবেদীন জয়, কবি শুক্কুর মাহম্মুদ জুয়েল, কবি আনিসুল হক হীরা। গানের মিছিলে সংগীত পরিবেশন করেন প্রয়ন্তি আমিন, তিথি সুবর্ণা, পল্লবী প্রত্যাশা, ফাল্গুনী দাস ও সুজয় রায় চৌধুরী বিকু।

পরিশেষে গানের মিছিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের সমাপ্তি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102